মনের আকাশে তুমি মেঘ হয়ে এসো,
প্রাণের বাতাসে তুমি সুরভি হয়ে ভেসো,
হৃদয় নদীতে তুমি তরঙ্গ হয়ে মিশো।
আমার কথায় কাজে তোমার পরশ দিও,
মনের আঁধার মাঝে আলো জ্বালো প্রিয়,
প্রণত আমার হৃদয়ের প্রণাম তুমি নিও।