হতাশার রুদ্ধ মুখ থেকে,
কেবলি উদগত বিষবাষ্প,
ঢেকে ফেলে আনন্দ সব,
জীবন যাপনের উজ্জ্বলতা,
কেবলি করে ম্লান নিস্প্রভ।
অন্ধ আবেগের মোহঘোরে,
হতাশার রাহুগ্রাস নিয়ত,
ঢেকে ফেলে হৃদয় মনের,
চিরায়ত নির্মল আনন্দপ্রভা।
হতাশা নিরর্থক-এইটুকু জেনে,
গভীর আত্মবিশ্বাস যেন জ্বলে,
মনের গভীরে ধ্রুবতারার মতো,
আমাদের জীবনের পলে পলে।