হরি নাম বলো মন,
হরি নাম বলো,
হরি নামে কাটবে আঁধার,
জ্বলবে মনে প্রেমের আলো।
যখন পাবে মনে আলো,
দেখবে তুমি সবই ভালো,
হরি নাম বলো মন,
হরি নাম বলো।
কাটবে ভয় হবে জয়,
দেখবে ধরা আনন্দময়,
আসবে গান জাগবে প্রাণ,
হবে মনের মুক্তি স্নান।
হরি নাম বলো মন,
হরি নাম বলো।