দোল পূর্নিমার রূপালী আলোয়,
স্মৃতিরা আসে ভেসে ভেসে,
ঢের সময় বয়ে গেছে,
যেদিন তুমি ছিলে পাশে।
গল্প গানে ভরা দিনগুলো,
আনন্দ উত্তাল সেই সন্ধ্যাবেলা,
আলো আঁধারি গ্রামের রাতে,
ভাসিয়েছিলে কবিতার ভেলা।
যেদিন দূরে চলে গেলে,
মনে আঁধার নামল ধীরে,
সেই সন্ধ্যার স্মৃতি আসে ফিরে ফিরে,
হারানো প্রেম তবু আসিল নাতো ফিরে।