যে নদী মিশে গেছে সাগরে,
সে কি আর ফিরে আসে,
যে মেঘ আকাশে গেল ভেসে,
কখনো আসবে কি ফিরে সে।

যে মন হারালো এক মনের মাঝে,
হারাবে বলেই সে গিয়েছে চলে,
হৃদয় অরণ্যে দুটি মন এক হয়ে গেলে,
কেন তারে আর খোঁজা আপন বলে।