এলাম ফিরে আবার গ্রামের পথে,
মন যে কেবলি হয় আকুল,
দেখতে শৌশবের স্মৃতিভরা গ্রাম,
ভিটের মাটি,গাছ,শিউলি ফুল।
সদর পুকুরের স্বচ্ছ জলে,
মৃদু হাওয়ায় ঢেউ এগিয়ে চলে,
উদাস নয়নে চেয়ে থাকি,
স্মৃতিরা নীরবে কথা বলে।
ধান ঝাড়া হয়ে গেছে সারা,
হলুদ খড়ের গাদা সারে সারে,
আমের মুকুল কত পড়ছে ঝরে,
পুরানো মানুষেরা আজ পরপারে।
তবু আছে আমাদের ভিটেটা এখনো,
বাড়ীটা বহুদিন আগে গেছে পড়ে,
তুলসি মঞ্চ ভেঙে পড়ে আছে,
কেউ নেই সেখানে প্রদীপ জ্বালে।
তবু আমি হেঁটে হেঁটে চলি,
স্মৃতি জড়ানো গ্রামের পথ ধরে,
চেয়ে চেয়ে ভাবি কত মানুষের স্মৃতি,
আজও গ্রামের আকাশে ঘোরে ফেরে।