শহর থেকে দূরে আছে সে এক গ্রাম,
মার মতো স্নেহে ডাকে যে আমার নাম,
ডাকে মায়ের মতো আদর করে আয়,
মনের মাঝে সে ডাক ঝড় তুলে যায়।
গাছের সবুজে দেখো ঘোমটা ঢাকা মা,
মাটি,খড়,ঝরাপাতা,ঘাসেতে গড়া গা,
পাতার ফাঁকের মাঝ দিয়ে ঐ আকাশে,
দেখো,মায়ের হাসি মেঘের মতো ভাসে।
ফুলে ফুলে ভরা গহনা মার হাতের,
পাখীর ডাকে ফুটে ওঠে গলা মায়ের,
মায়ের ডাক শুনি,মুগ্ধ মায়ের রুপে,
তাইতো আমি এলাম চলে চুপে চুপে।
ভরে ওঠে গভীর ব্যাথা মনে যখন,
যাই চলে গ্রামেতে,শান্তি নামে তখন,
আসতে চাই আমি গ্রাম মায়ের কাছে,
শুনতে চাই গ্রামের কথা যত আছে।
এ গ্রামেতে জন্মেছিলাম মায়ের বুকে,
মায়ের স্নেহের টানে আমি আছি সুখে।