মর্মবেদনা জাগে খবর পড়ে,
অমানুষিক গনপিটুনি হচ্ছে দিবালোকে,
শিকার নিরীহ রাস্তার ভবঘুরে।
মর্মবেদনা জাগে খবর পড়ে,
চোর ছেলেধরা গুজব তুলে,
করছে প্রহার যাকে তাকে।
মর্মবেদনা জাগে খবর পড়ে,
অমানুষিক গনপিটুনি হচ্ছে দিবালোকে।