আমার খুব - খুব ইচ্ছা করে যেতে,
শৈশবের সেই বট গাছটার কাছে,
এইতো এলাম - গিয়ে বলি মাথা পেতে,
ভাবি আছে তো সেই লাবণ্য বটগাছে।
মনে হয় তার পদতলে বসে বলি,
এখানেই আমার শীতে রোদ পোহানো,
আমার শৈশবের রাংতা মোড়া ছুরি,
তোমার ডাল কেটে করেছিলাম জেনো।
আমার খুব - খুব মনে হয় এখন,
প্রিয় বটগাছটার কাছে গিয়ে বলি,
তোমায় দেখতে চায় যে আমার মন,
তাই মনে মনে তোমার কাছেই চলি।
গাছের টানে ছুটেই আমি চলি একা,
গাছ নেই - হয়েছে বিরাট বাড়ি পাকা।