প্রতিটি দিন আসুক,
নূতন আলোর উদ্ভাসনে,
আলোর বন্যায় ভাসুক,
যত অন্ধকার মনে।

চিন্তার দীনতা যত,
ভাসুক খড়কুটোর মতো,
ভাসুক বিপন্ন হতাশা,
ফুটুক আলোর ভাষা।

আলোর ভাষায় উঠুক গান,
আসুক ফিরে মানবতা,
আলোর ভাষায় জাগুক সুর,
সবার মাঝে একতার।