তোমারে গিয়েছি ভুলে,
সে বহুদিন হল,
স্মৃতির সায়রে ছিলে,
আজ ফিরে এলো।
ফিরিবে কি সেক্ষণ,
মেঘে ঢাকা তারা,
আঁধার বেনু বন,
মন কেমন করা।
কত কথা ছিল,
তোমায় বলিবার,
কেন হয়নি বলা,
আজও ভাবি বারেবার।
তুমি থাকো সুখে,
করো প্রেমে বিহার,
বিরহে স্নাত হয়ে,
আমি চলি অনিবার।