তোমার বাগানে ফুল,
ফুটেছে কত সুন্দর,
মন ভরে চেয়ে দেখো,
সৌরভে হবে বিভোর।
কেন যাও দূরে বলো,
সেই সাজানো বাগানে,
কেন ভোলে মন তব,
বৃথা মায়ার বাঁধনে।
মায়ার বাগানে ফোটে,
কতনা মায়ার ফুল,
সে বাঁধনে বেঁধে নেবে,
জানিবে না সবই ভুল।
ফিরে এসো আজ তুমি,
তোমারি গড়া বাগানে,
নির্জনে নিভৃতে একা,
শান্তি পাবে মনে প্রাণে।