চরাচর ভেসে গেছে রূপালী জোৎস্নায়,
তবু কেন চাঁদ নেই আকাশের গায়,
রূপালী জোৎস্নায় ভিজে ভিজে অবিরাম,
ফেরারী মন শুধু চাঁদকেই খুঁজে নিতে চায়।
সাগরের গর্জন শোনা যায় দূর হোতে,
তবু কেন সাগরের দেখা নেই আশেপাশে,
নিরন্তর সাগরের গর্জন শুনে শুনে,
ফেরারী মন শুধু সাগর খুঁজে চলে আকুল প্রয়াসে।
তোমাতেই ভরে আছে আমার সারা মন,
তবু তুমি কেন নেই আমার জীবনে,
স্মৃতির মায়ায় নেই কোন স্বান্তনা,
ফেরারী মন শুধু তোমাকেই খোঁজে শয়নে স্বপনে।