ইচ্ছা হলেই জাগে সুপ্ত হৃদয়,
ইচ্ছা হলেই জাগে অনুরাগের নদী,
ইচ্ছা হলেই ভালোবাসা জাগে মনে,
ইচ্ছা হলেই প্রেমে ভেসে যায় হৃদি।
ইচ্ছা হলেই দেখি আকাশে চিলের ওড়া,
সাঁঝের আকাশে বকের বাসায় ফেরা,
ইচ্ছা হলেই ভাবতে পারি কষ্টে,
গ্রামের বাড়ির ভাঙা তুলসি তলা।
ইচ্ছা করেই যাই না আর গ্রামে,
ভাললাগার সবুজ ঘাসের লনে,
ইচ্ছা করেই চাই না কষ্ট পেতে,
ভালোবেসে তোমায় মনে মনে।