শান্ত  ইছামতী নীরবে চলেছে বহে,
দুই বাংলার প্রান্তভাগ ছুঁয়ে ছুঁয়ে,
কালিন্দী বিদ্যাধরীর মিলন মোহনায়,
বাংলার কত ইতিহাসের নীরব সাক্ষী হয়ে।

ইংরেজ  আমলের নীল চাষ, শ্রমিক অত্যাচার,
নায়েবদের হাতে গরীব মানুষের  নির্যাতন,
কল্পনার  চোখে দেখি সবকিছু ছবির মতন,
ইছামতী, তুমি তো দেখেছো সেই শাসন শোষন।