দোতারায় বাজে সুর,
এই সুর শুনিনি আগে,
বৃষ্টি যেন ঝরে পড়ে,
মন মাতাল অজানা রাগে।
মনে পড়ে কিছু কথা,
আজ এই সুর শুনে,
জমে থাকা কিছু ব্যথা,
সহসা জেগে ওঠে মনে।
এই সুর শুনেছে কত জন,
সুখ দুঃখ সবকিছু ভুলে,
সুরের যাদু ছড়িয়ে পড়ে,
আনন্দের প্রদীপ মনে জ্বলে।