ব্যার্থ প্রেমের  ঘন অন্ধকারে,
বিরহ বেদনায় যখন জ্বলে মন,
আর এক প্রেম এসে নীরবে,
আশার প্রদীপ দেয় জ্বেলে তখন।

ব্যার্থ প্রেমের পুরাণো গভীর ক্ষতে,
নূতন প্রেম সান্ত্বনার প্রলেপ দেয়,
তার মাঝে হারিয়ে যেতে যেতে,
সবটুকু উত্তাপ তার মন খুঁজে নেয়।