মেঠো পথ ধরে ধরে গ্রামে,
কাদা পায়ে, খড়ের বোঝা মাথায়,
চাষা চলেছে ছন্দে ছন্দে থেমে,
সারা দেহ ঢাকা ধানের বোঝায়।
ধানের শীষের শব্দ ভাসে বাতাসে,
মাঠের ধান খুঁটে খায় পাখী,
সারি সারি নাড়ার উপর চাষা,
কাটা ধানের গাছ গিয়েছে রাখি।
নিকানো মাঠে ধান ঝাড়া আগড়ে,
সোনালী সোনালী ধান ঝরে পড়ে,
সোনালী ধানে ভরেছে চাষার উঠান,
চাষার মনে আজ নবান্নের গান।
ঝাউয়ের পাতায় খেলে উত্তরে হাওয়া,
বিশাল সুনীল আকাশ ভাসিয়ে উপরে,
আবছা কুয়াশার রেশ বাতাসে ভাসে,
মাঠ ভরা সোনালী ধান,দিগন্ত বহুদূরে।
গাছের ডালে ঘুঘুর একটানা ডাক,
ছিন্ন করে চলে অসীম নীরবতা,
বড় উদাস করে তোলে মন,
গ্রামের এই ধূলো মাটির জীবন।