সারাদিন কাটে ফুলের কাছে,
সবুজের মাঝে শুধু ফুল,
প্রান্তর সরে যায় দূরে,
ভোরের কুয়াশায় ঢাকা কৃষ্ণচূড়া,
মনে হয় সবই ভুল।
মাছরাঙার মত অথই প্রতীক্ষায়,
কেটে যায় নির্জন প্রহর,
আরো কিছু কথা আরো গান,
আরো এক রাত্রির আকাশ,
অসংখ্য তারার নীরব দীপালি,
যদি সব নিস্প্রভতা মুছে দিয়ে যায়।
তুমি চলে গেছো বহুদূরে,
মনে শুণ্যতার প্রদীপ জ্বেলে,
আপন মনের অপার পূর্ণতায়,
যাপিত তোমার জীবন বয়ে যায়।
দেখা কি হবেনা আর,
আরো একবার কোনো সাঁঝে,
শিশিরের মতো নীরব নির্ঝরে,
আনন্দ উত্তাল প্রহর মাঝে।