দেহ বলে-যতই বলো মন, প্রেম আমিই করি সৃষ্টি,
মন বলে-কি যে বলো দেহ,প্রেম তো আমারই কেরামতি,
দেহ বলে-আমার রূপে মুগ্ধ হয়ে প্রেমিক প্রেমে মাতে,
মন বলে-দেহ সুখ মুহুর্তের মনের সুখ অন্তহীন অনুভূতি।
দেহ বলে-আমি যদি না থাকতাম,প্রেম কি করে করতে,
মন বলে-এমন কথা কেন বলো, মনহীন দেহ যদি হতো,
ভেবে দেখো তুমি, সেই একই ব্যাপারই তো ঘটতো,
কোন প্রেমিক কখনও কি ভালোবাসতে তোমায় পারতো।
প্রেমিক বলে-শুধু দেহ বা শুধু মন চলবে না কোনটাই,
আমার চাই সুগঠিত সুন্দর দেহ ও সুন্দর মন দুটি,
দেহ ও মন দুজনে বলে-এখন আর আমরা আলাদা নয়,
এসো একসাথে আমরা দুজনে সুন্দরভাবে ফুটে উঠি।