দেবদূত কি স্বর্গে থাকে,
কেবলি ঘোরে পাশে দেবতার,
ডাক্তার নার্স হসপিটাল কর্মী,
দেবদূতের মতো জীবনে সবার।

নিজেদের জীবন বিপন্ন করে,
তারা রোগীর সেবা করে,
তাদের সম্মান রক্ষা করা,
প্রতিটি মানুষের কর্তব্যে পড়ে।

করোনা রোগীর সেবায় যারা,
সারা দেশে আছে নিয়োজিত,
যেন তাদের কুর্নিশ জানাই,
তারা সবে দেবদূতের মতো।