চিল উড়ে উড়ে বহু ঘুরে ঘুরে,
কখন যে এখানে এসেছে ফিরে,
নীলিমার অপার নীল হতে আজ,
এসেছে এই শ্যামল মাটির তীরে।
সোনালী চিল ব্যাথিত হৃদয়ে,
বসে আছে নীরবে নিস্পন্দ হয়ে,
কি যেন হারিয়েছে নীলের অতলে,
কখনো কি তা আর ফিরে পাবে।
সোনালী ডানার চিল রৌদ্র নীলে,
ভিজে বহুদিন ঘুরেছে চক্রাকারে,
ক্রমশ দূর হতে আরো দূরের পানে,
কিসের সে মোহে কিসের অন্বেষনে।
রম্য আকাশ-প্রণয় নিরলস অভিসার,
নেশার মত মিশেছে যে রক্তে তার,
আরো দূরে নীরব উড়ানে সে কতবার,
ডানা মেলে স্বপ্ন দেখেছে অনিবার।
সব শেষ হয়ে গেছে এখন থেমে,
পৃথিবীর এই শ্যামল মাটির টানে,
তাই স্বপ্ন জাল ছিঁড়ে এসেছে নেমে,
নীরবে সে চলেছে কিসের পানে।