দোপাটি ফুলে টব ভরে গেছে,
কত রকমের রঙ যে ফুলে,
গোলাপী পিঙ্ক সাদা বেগুনী লাল,
বারে বারে দেখি চোখ মেলে।

কতগুলো টবে শুধু তুলসী গাছ,
সবুজ তুলসী কোথাও ছোপ লালে,
কিছু গাছে এসেছে দানা মঞ্জরী,
তাতে ভরা বেগুনী রঙের ফুলে।

ছোট ছোট টবে কত সেকেউল্যান্ট,
পাতার রূপের বাহারে হাসছে তারা,
দেখি কাছে গিয়ে ভালো করে,
কি অপরূপ বৈচিত্র গাছে ভরা।

পাশের টবে সবুজ পাতার মাঝে,
হাসছে গোলাপী ফুলে ভরা করবী,
ফুটেছে নীল অপরিজিতা গাছ ভরে,
গভীর আনন্দে চেয়ে দেখি সবই।

দুটো মেহগনি গাছ বড়ো টবে,
মন কাড়ে ঘন সবুজ পাতায়,
পাশে সবুজ পাতায় ভরা শিউলি,
এবার ফুল আসবে শরতের ছোঁয়ায়।