আবার বছর ঘুরে গেল,
বসন্ত আজ এসেছে ফিরে,
ক্লেদাক্ত পঙ্কিল যত সব,
এখন যাক দূরে চলে।

বসন্ত তার নবীনতার ডালি,
সাজায়ে এনেছে পত্র পল্লবে,
নীল আকাশে হলুদ রোদে,
ফুলের সৌরভ মাতে উৎসবে।

আনন্দ আসে মনের গভীরে,
দীনতা হীনতা দূরে যায়,
বসন্ত ছুঁয়েছে মনে প্রাণে,
শান্তির প্রলেপে মন ছায়।

বসন্ত আজ প্রেমের সারথি,
এসেছে রোদের কনক রথে,
প্রেমের আবেশ বহিতেছে তাই,
সারা বাংলার পথে পথে।

পলাশ শিমুল কৃষ্ণচূড়া ফুটেছে,
নীরবে করে আহ্বান তাকে,
কোকিলেরা মধুর ডাকে করে সংগত,
খুঁজে নাও ভালবাস তুমি যাকে।