বন্ধ দরজার ওপারে সেদিন,
কেন জানিনা হলনা যে যাওয়া,
কিসের টানে টেনেছিল হাওয়া,
তবুও তো বাজেনি হদয় বীণ।
গান কি সেদিন মনে জেগেছিল,
হৃদয় দুলেছে ছলকে ছলকে,
তাই তো সে গান শুনতে যাওয়া,
নেচেছে মন অকারণ পুলকে।
রুপালী জ্যোৎস্নায় ভিজেছিল গা,
শিশিরের কনা কপালের ঘামে,
বাঁশের বনের জোনাকির মেলা,
আঁধারের মাঝে গিয়েছিল থেমে।
শীতে কুয়াশায় ঢাকা কৃষ্ণচূড়া,
দাঁড়িয়ে ঠায় কালোতে ঢাকা মুখ,
উড়ে চলে যায় নীড়হারা পাখী,
শুণ্যতার বেদনায় ভরা বুক।
রুপালী জ্যোৎস্নায় ভিজেছিল গা,
শিশিরের কনা কপালের ঘামে,
যে সুর মেশেনি বাতাসে সেদিন,
আজ তারে ধরেছি কবিতা খামে।