তিন বছরের ছোট্ট মেয়ে সারাদিন ধরে,
মাতিয়ে রাখত বাড়ি খেলে গান গেয়ে,
ঘরে থাকে এখন বাইরে যাওয়া নিষেধ,
করোনা ভাইরাসে নাকি দেশ গিয়েছে ছেয়ে।
স্কুলে যাওয়ার কথা ছিল এখন তার,
ভর্তির পর স্কুল খুলল নাতো আর,
ঘরের ভিতর বন্দী সে বড় চুপচাপ,
মাতিয়ে রাখত যে মেয়েটি দেখা নেই তার।