বলেছিলে আবার দেখা হবে,
যখন সবুজ ঘাসের বনে,
মেঘালী নরম রোদ এসে পড়ে রবে।
বলেছিলে আবার দেখা হবে,
কুয়াশার চাদরে ঢাকা চরাচরে,
যখন ভোরের নবারুন সবে দেখা যাবে।
পিয়াসী মন তোমাকে খুঁজে যাবে,
তোমাকেই চাই হৃদয়ের গভীরে গহনে,
জানি তৃষিত মন তোমাকে একদিন খুঁজে পাবে।