কতদিন দেখিনি তোমায়,বছর শেষ হলো,
কাছে গেলে একটু ভালোবাসবে কিনা বলো,
ভালোবাসা থাকে মনের গভীর ভিতরে,
ঝর্ণা ধারার মতো সে ধারায় স্নান করি চলো।
ভালোবাসার স্নিগ্ধ জলে স্নাত হয়ে দুজনে,
পেরিয়ে ধূ ধূ প্রান্তর ছোট নদী যাবো বনে,
সবুজ গাছের তলায় আলো আঁধারির খেলায়,
ভেসে যাবো বছর শেষের মিলন গানে।