বিজ্ঞান মানুষের শেষ ভরসা,
একদিন করবে করোনা জয়,
নিরলস সাধনার ফল ফলবেই,
আমাদের আশা মিথ্যা নয়।
কতো সমস্যার সমাধান করেছে,
এবারও বিজ্ঞান তাই করবে,
একটু সময় লাগতে পারে,
করোনা একদিন কমবেই কমবে।
বিজ্ঞান মানব জাতির গরব,
সাধনা তার সফল হবে,
সকল দেশ আছে পাশে,
পৃথিবী করোনা মুক্ত হবে।