রাতের আঁধারে পুকুরের পাড়ে,
দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়ার ধারে,
কালো রঙে সাদা কাপড়ে,
যেন জ্যোৎস্না রাতের আঁধারে।
চুপচাপ নেই ভাষা মুখে,
কেমন আছে চাই জানিতে,
হেসে সে বোঝায় ইঙ্গিতে,
এখন নেই এই পৃথিবীতে।
কেমনে তুমি এখানে এলে,
উড়ে আসিয়াছি পৃথিবীর পরে।
অশরীরি এক সম্মুখে আমার,
হেসে জানায় অস্তিত্ব তাহার।
গল্প কত গেল বলে,
বসে শুনি পুকুরের পাড়ে,
দেহ মুখ নেই তার,
শুধু মূর্তি যেন ধোঁয়ার।
কত স্মৃতি এই পুকুরের,
পারিনা ভুলিতে সে মায়া,
তাই তো এলাম চলে,
ধরে আজ মানুষের কায়া।
ভালো আছি সুখে আছি,
নেই দু্ঃখ নেই শোক,
ক্ষুধা নেই তৃষ্ণা নেই,
হিংস্রতা নেই-নেই নোখ।
ইচ্ছা হল ছুঁয়ে দেখি,
তা পূর্ণ হবে নাকি!
আমি যে শুধুই কুয়াশা,
বায়ু স্তরে ভেসে বেড়াই,
ভূত নই- সবই মেকি।