নীলিমার মতো নীরবে নির্জনে,
একাএকা থাকি হৃদয় বিজনে,
সোনালী চিলের মতো স্মৃতি সব,
মনে চলে আসে নীরব উড়ানে।
পৃথিবীর সব কোলাহল আয়োজন,
নিমেষে কোথায় যায় মিলিয়ে,
প্রকৃতির সৌন্দর্যের দিকে চেয়ে থাকি,
আনন্দ শান্তির ছায়া নামে হৃদয়ে।
স্মৃতিগুলো কবিতা হয়ে ঝরে পড়ে,
ভালোবাসার সৌরভ আনে মনে,
কবিতার স্নিগ্ধতা জোৎস্নার মতো ভাসে,
ভুলে যেতে চাই,তুমি নেই জীবনে।