ওদের জীবন কাটে রাস্তায় ওভারব্রীজে,
ওরা যে পাগল-জীবনের কিবা বোঝে,
কেউ দিলে কোনদিন পায় ওরা খেতে,
কোনদিন কেউ আসেনা ওদের কিছু দিতে।
ওরা ঘোরে উষ্কখুষ্ক চুল মলিন বেশে,
ঘুরে ঘুরে বেড়ায় রাস্তায় আশে পাশে,
সন্ধ্যায় ফিরে আসে ওরা পুরানো আস্তানায়,
কোনদিন হয়তবা রাত্রিটাও উপবাসে যায়।
ওদের জীবন গৃষ্ম শীত ও বর্ষায়,
দুঃখ কষ্ট ও খুদায় কেটে যায়,
ওদের নেই কোন পরিজন স্বজন,
ওরা ভবঘুরে ওরা পাগল ওরা নির্জন।
ওদের জন্য কেউ ভাবেনা কখনও,
এইভাবে কাটবে- পাল্টাবেনা ওদের জীবনও,
ওদের জীবন কেটে যাবে রাস্তায় ওভারব্রীজে,
ওরা যে পাগল-জীবনের কিবা বোঝে।