গানে কবিতায় ভাব বিনিময়ের এই কবি সম্মেলনে,
দুই বাংলার কবি,আসুন মৈত্রী বন্ধনে মিলিত হই।
কত প্রত্যাশা কত আকুলতা এই আত্মিক মিলনে,
গানে কবিতায় ভাব বিনিময়ের এই কবি সম্মেলনে,
পূর্ণ হবে দুই বাংলার কবিদের আগমনে,
শুভেচ্ছার লাল গোলাপ নিয়ে অপেক্ষায় রই।
গানে কবিতায় ভাব বিনিময়ের এই কবি সম্মেলনে,
দুই বাংলার কবি, আসুন মৈত্রী বন্ধনে মিলিত হই।