একদিন ভেঙে যায় সবকিছু, ভেঙে যায় বাড়ি,
ভেঙে যায় অহংকার, ভাঙে সাধের গাড়ি,
সম্পর্ক ভেঙে যায়, নুতন সম্পর্ক ওঠে গড়ে,
সব খেলা ভেঙে যায়, সকলে যায় ঘরে ফিরে।
গাছ ভেঙে পড়ে, পাতা সব যায় ঝরে,
নদীর বাঁধ ভাঙে,জল ঢোকে খেতে ক্ষামারে,
শুধু তুমি রয়ে যাবে চিরকাল অটুট জানি,
ভেঙে যাবেনা হৃদয়ের মাঝে তোমার অরূপ মূর্তি খানি।