তোমাকে দিইনি কিছুই কোনদিন,
কি দেবো এখন এই অবেলায়,
ভালোবাসার নির্যাস অনুভূতিমালা,
দিলাম কবিতার খামে তোমায়।
ভালোবাসা না থাকে যদি হৃদয়ে,
দেওয়া যায় না এই হৃদয় সম্ভার,
ভালোবাসা জেগেছে কখন কে জানে,
কান পেতে শুনেছি তার নীরব সঞ্চার।
তোমায় জেনেছি বুঝেছি আমি,
পড়েছি তোমার সব লেখা,
বুঝেছি কত ভালো বেসেছিলে,
সারা জীবন বিরহে ঘুরেছো একা।
তোমায় আমি ভালোবেসে যাবো,
দূর হতে আমার কবিতায়,
পাঠালাম একটি ফটো আমার,
ভালোবেসে যেও দূর হতে আমায়।