তুমি আমার মায়াবী যৌবনবেলা,
তুমি আমার মোহন প্রেম লীলা,
ছাদ থেকে লুকিয়ে তাকে দেখা,
মধুর কত মান অভিমানের খেলা।
প্রথম যৌবনের ভালোবাসার প্রথম অনুভব,
হৃদয়ের পরতে পরতে তারই স্মৃতি সব,
আজও আনন্দের বন্যায় ভাসিয়ে নিয়ে যায়,
মনে পড়ে সেদিনের সেই আনন্দ উৎসব।