আজ আমায় তুমি কিছু দাও,
আমি তো দিয়েছি আমার যা ছিল,
পেয়েও কি তুমি বোঝ নি এখনও,
এবার তোমার কিছু দেওয়ার সময় হোল।
কি দেবে আমাকে তুমি ভেবে নাও,
চাই, যা দেবে মনের গভীরে খুঁজে পাও,
ইচ্ছা গভীর হলে ঠিকই পেয়ে যাবে,
যা দেবে আর ফিরানো যাবে না, বুঝে নাও।
মনে করো, বহুদিন আগে আমায় তুমি দিয়েছিলে,
প্রদীপ জ্বেলে, আঙুলে ফোঁটা আমার কপালে,
চোখ বুজে বসেছিলাম মঝেতে আসন পেতে,
সেই মনের ভালোবাসার ফোঁটা ছুঁইয়ে দাও এই সকালে।