চাতক জলের প্রার্থানায় ডেকে চলে অবিরাম,
বৃষ্টি নামলে তৃপ্ত চাতক ডাক থামায়,
ভালোবাসা চেয়ে কেটে যায় কত সময়,
তবু ভালোবাসা নীলিমার মতো অধরা রয়ে যায়।
চাতকের মতো ভালোবাসা আশা করে,
বৃষ্টিধারার মতো বিরহ শুধুই ভিজায়,
বিরহের শুন্যতায় মন ছেয়ে যায়,
বৃথাই খোঁজা আলোর দিশা কোথায়।
ভালোবাসাই আলো হয়ে আসে জীবনে,
নীল আকাশের নিচে সবুজ ঘাসের লনে,
দোলনচাঁপা যেমন হাওয়ায় দোলে,
যদি কেউ দোলা দিয়ে যায় মনে।