আমি নদীর মতো বয়ে যাবো,
শূন্যতায় ভরা না পাওয়ার দেশে,
আমি ঝরনার মতো অঝোর ধারায়,
ঝরে যাব শুধু তোমায় ভালবেসে।
ভালোবাসার অনুভব যেন এক তরী,
ভেসে চলে গভীর মনের দরিয়ায়,
ফুল ফুটে ওঠে পাখি গান গায়,
হৃদয়ে জোৎস্না ভাসে ভরা পূর্ণিমায়।
নাই বা পেলাম ভালোবাসার পরশ,
প্রেমের আঁচলের নিবিড় ঘন ছায়া,
নাই বা হলো শোনা অনুরাগের সুর,
বুঝেছি অনুভবই সার আর সবই মায়া।