ভালোবাসা তুমি,
রূপালী শিশির হয়ে,
কত দিন কত রাত,
ঝরেছিলে আমার সবুজ হৃদয়ে।
একা একা ভিজেছি কত,
তোমার রূপালী শিশিরের জলে,
বৃষ্টির জলে ভেজা তার সাথে,
হয়নি কখনো, সময় গিয়েছে চলে।
ভালোবাসা তুমি শিশির হয়ে যাও,
স্নাত করো তার হৃদয়,
তোমার রূপালী শিশিরের জলে,
তেমনি যদি তুমি চাও।
বৃষ্টির মাঝে দাঁড়িয়ে,
তার সাথে ভেজা আর নয়,
বহু সময় হয়ে গেছে পার,
ভালোবাসা তুমি হৃদয়ে প্রদীপ জ্বালাও।