কামিনী ফুটেছে দেখো কত,
মধুর সৌরভ ভেসে আসে,
ভালোবাসা চায় সারা মন,
ভালোবেসে শুধু ভালোবেসে।
ভালোবাসা যদি পাই মনে,
তার সৌরভে যে ভেসে যাবো,
ভালোবাসা পেয়ে,ভালোবেসে
আনন্দে হৃদয় মেলে দেবো।
গভীরতা তার হয় মনে,
সমুদ্রের মতো অতল যখন,
সেই অতলেতে ডোবে মন,
আনে আনন্দের সে মিলন।
কামিনী ফুলের সৌরভ ভাসে,
ভালোবাসা চায় সারা মন,
ভালোবাসা আনো অঞ্জলী ভরে,
ভরে যাক ক্ষনিকে এ জীবন।