কত মন ভালোবেসে পায়নি ভালোবাসা,
তারা বুঝে গেছে ভালোবাসা বড় কষ্টের,
শূন্যতার আঁধারে ডুবে গেছে তাদের মন,
ঝরা ফুলের মতো আনন্দ ঝরে গেছে তাদের।