নীরব ভালোবাসা,
মনের গহনে মিশে থাকা,
কামনার উর্দ্ধে ওঠা স্বার্থহীনতা মাখা সে অরূপরতন, হিরেমানিক জ্বলে,উজ্জ্বল চারিধার তার আলোকে,
নবারুণ যেন!