হাওয়াইয়ের মতো তার পুড়ে পুড়ে চলা,
ভোরের আকাশে ঐ যে শিশিরের মেলা,
মুছে দিতে পারেনা হৃদয় বেদনা তার,
বোঝেনা কেমনে সরাবে রিক্ত মনের ভার।
সন্ধ্যা তারার মতো অপলকে চেয়ে থাকে,
স্মৃতিগুলো ফিরে আনে ভালোবেসেছিল যাকে,
ভালোবাসি তাকে বলা হয়নি কোনদিন,
দূরে আজ সে চলে গেছে করে তারে সঙ্গীহীন।
হাওয়াইয়ের মতো তার পুড়ে পুড়ে চলা,
ভোরের আকাশের ঐ যে শিশিরের মেলা,
মুছে দিতে পারেনা বিরহ বেদনা তার,
বোঝেনা কেমনে সরাবে রিক্ত মনের ভার।