কালো চামড়ার মানুষ হওয়া কি অপরাধ,
শেতাঙ্গ পুলিশের বুটের তলায় যাবে জীবন,
ছিলনা বলে তার গায়ের সাদা রঙ।
জর্জ ফ্লয়েডের মৃত্যু পাশবিকতার ঘৃণ্য নিদর্শন।
অপরাধ বিচার করার জন্য রয়েছে আইন,
পুলিশকেই কেন নিতে হবে বিচারের ভার,
এমন ঘটনা যেন ঘটেনা পৃথিবীর কোথাও,
বর্ণবিদ্বেষ সমগ্র মানব জাতির নিদারুণ লজ্জার।