পঞ্চাশ পেরিয়েছে, কারুর বা ষাট,
সংসার যাত্রা নির্বাহ হয়েছে ঢেড়,
মাঝে মাঝে সব ভূতের বেগার মনে হয়,
কিছুই যায়নি পাওয়া, ছিল শুধু বন্ধনের বেড়।
শেষ বয়সে বন্ধন কাটার বৃথাই প্রয়াস,
হবে না কিছুতেই কোন কাজ,
দিনে দিনে বন্ধন আরো বেড়ে চলে,
মায়া মোহ আসক্তি করে চলে সাজ।
জীবনের প্রথমেই যদি করা যায়,
গুরুর নির্দেশ মতো বৈরাগ্য অনুশীলন,
জ্ঞানের আলো আনে যুক্তিবোধের বিচ্চুরণ,
সংসারে থেকেও কাটানো যায় মায়া মোহহীন জীবন।