বৈরাগ‍্য এসো,আমার দুই হাত ধরো,
জীবন সীমান্ত ছুঁয়ে ছুঁয়ে হল চলা,
নিরাসক্তির গেরুয়া রঙে মন ভরো,
এখন শান্তির মাঝে শুধু কথা বলা।

বৈরাগ‍্য এসো,আমার প্রাণে- চেতনায়,
কামনার মায়াজালেতে আবদ্ধ প্রাণ,
তৃষ্ণার ক্ষান্তি হোক তোমার ঐ ছোঁয়ায়,
হৃদয় ও মন ছুঁয়ে আনো অনুধ‍্যান।