একটি বাবুই খড়কুটো আনে,
আরেক বাবুই ঘর বোনে,
ঘরবোনা তাদের হল শেষ,
ঘরে তারা থাকে বেশ।
স্ত্রী বাবুই ডিম পাড়ে,
পুরুষ বাবুই রক্ষা করে,
খড়কুটো আবার এনে এনে,
ঘর সাজায় আপন মনে।
দুটো কাক এলো উড়ে,
বাসাটি দেখে ঘুরে ফিরে,
তারা ঠোঁট ঢুকিয়ে ধীরে,
ডিমগুলো নিয়ে গেলো উড়ে।
দুটো বাবুই ঘুরে ঘুরে,
সারাদিন কেঁদে কেঁদে মরে,
আবার ওরা বাঁধবে বাসা,
জাগে তাদের নতুন আশা।