চাকুরে ছেলে থাকে শহরের ফ্লাটে,
চায় সে বিধবা মাকে কাছে রাখতে,
বউ তার একেবারে নিকৃষ্ট মানের,
দুর্ব্যবহারে চায় শাশুড়ীকে তাড়াতে।
আত্মসম্মান নিয়ে থাকা যায়না ওখানে,
গ্রামে গাছপালা নিয়ে থাকে স্বাধীনভাবে,
তবুও একাকীত্ব ঘিরে ধরে দিনে রাতে,
জানে সে এভাবেই জীবন এগিয়ে যাবে।
মেয়ে চলে যাওয়ার শোক এখনো কাটেনি,
গতবছর স্বামী চলে গেছে অকালে,
দুর্ভাগ্যের কথা ভেবে অশ্রু ঝরে গভীরে,
একাকী অসহ শোকের ভার বহে চলে।
বাপের বাড়ী কাছেই - মা বাবা নেই,
আছে এক দাদা একেবারেই হৃদয়হীন,
চায় না সে বোন আসুক তার কাছে,
বেদনা নেই বোনকে দেখে আশ্রয়হীন।
মানুষের জীবনের শেষ আশ্রয় ঈশ্বর,
তার কাছে নিজেকে সমর্পন করে,
সকল দুঃখ কষ্ট বেদনা সহে সহে,
এগিয়ে চলে সে জীবন নদীর তীরে।