আনন্দবিহঙ্গ তুমি কেন যাও চলে দূরে,
এসো ফিরে আমার মনে হৃদয়ের তীরে।
তোমায় হেরি আমি ভোরের পূব গগনে,
সোনা আলোয় ভরে চারিদিক তোমার গানে।
তোমার পরশ পাই শিশিরসিক্ত সবুজ ঘাসে,
বাতাবীলেবু ফুলের সৌরভ যখন ভেসে আসে।
ভালোবেসে সকল মানুষ জীব ও প্রকৃতিরে,
তোমাকে যে পাই আমি মনের ভিতরে।
বেদনা বিষাদ যায় চলে তোমার গানে,
সে গানের সু্রে শান্তি নামে প্রাণে।
আনন্দবিহঙ্গ তুমি কেন যাও চলে দূরে,
এসো ফিরে আমার মনে হৃদয়ের তীরে।